ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় স্বামী তিন দিনের রিমান্ডে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বামী ইফতেখার আবেদিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বুধবার বনানী থানার মামলার অভিযুক্ত স্বামীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা যায়, মঙ্গলবার ইলমার স্বামী তার মামা ইকবাল হোসেনকে ফোন করে জানান যে ইলমা অসুস্থ। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন, ইলমা মারা গেছেন।
পরিবারের সদস্যরা তার মৃতদেহে নির্যাতনের চিহ্ন দেখে এটিকে হত্যাকান্ড বলে দাবি করেন। পরে ইলমার বাবা সাইফুল ইসলাম স্বামী ইফতেখার এবং তার মা-বাবাকে আসামি করে বনানী থানায় মামলা দায়ের করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম জানান, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মেডিকেল প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি হত্যা নাকি অসুস্থতার ফলে মৃত্যু, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।