২৬ ডিসেম্বর থেকেই চালু হচ্ছে নগর পরিবহন
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর থেকেই ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু হচ্ছে। ঐদিন সকাল ১০ টায় সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করবেন।
বিআরটিসির ৩০টি এবং ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে এ কার্যক্রম শুরু হবে।
রোববার সন্ধ্যায় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা শেষে কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের একথা জানান।
প্রথম দিন থেকেই ই-টিকেটিং ব্যাবস্থা চালু হবে। এ রুটের জন্য মোট ১০০টি বাসকে অনুমোদন দেওয়া হয়েছে। বাস ড্রাইভারদের আলাদা ড্রেস থাকবে। অনুমোদনহীন কোনো বাস এ রুটে চলতে পারবে না।
মেয়র তাপস বলেন, 'শুধু এ রুটেই নয়, ঢাকায় কোনো অনুমোদনহীন বাস চলতে পারবে না। আগামীকাল থেকে আবার যৌথভাবে অভিযান শুরু হবে। অনুমোদনহীন ও ফিটনেসবিহীন ঢাকায় যত বাস পাওয়া যাবে সবগুলোকে মাতুয়াইলের ডাম্পিং এ পাঠানো হবে। ইতোমধ্যে ২৯টি বাস ডাম্পিং করা হয়েছে।'