বুস্টার ডোজ নিলেন ৫ মন্ত্রী
বুস্টার ডোজ ক্যাম্পেইনের প্রথম দিনে আজ পাঁচজন মন্ত্রী ডোজ নিয়েছেন।
তারা হলেন—পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এসএম রেজাউল করিম এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্টাকে দিয়ে শুরু হয় দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম। এর আগে জানুয়ারিতে তিনিই বাংলাদেশে প্রথম কোভিড টিকা পেয়েছিলেন।
আজ এ পর্যন্ত মন্ত্রী, পুলিশ ও সাংবাদিকসহ প্রায় ২০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, 'যাদের বুস্টার ডোজ দেওয়া হয়েছে, তাদের আগামী সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। সুরক্ষা অ্যাপ আপডেট হওয়ার পরই লোকে বুস্টার ডোজ সম্পর্কে মেসেজ পাবে।'
এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, কমপক্ষে নয় মাস আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন, সম্মুখসারির এমন কর্মী ও প্রবীণ নাগরিকদের কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হবে।