লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/12/24/_122493819_hi072789864.jpg)
ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব তোফায়েল আহমেদকে কমিটিতে আহবায়ক করা হয়েছে। এছাড়াও মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন।
পাশাপাশি বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে কমিটিতে।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী 'এমভি অভিজান-১০' নামের একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ যাত্রী নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অন্তত ৭০ জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানান, ভোররাত ৩টার দিকে লঞ্চের ক্যান্টিন ও ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিনির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন লঞ্চের যাত্রীরা।