৪,০০০ কিলোমিটার মহাসড়ককে ৪ ও ৬ লেনে উন্নীত করা হবে: সচিব
দেশের সব মহাসড়ককে চার ও ছয় লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম।
দেশে বর্তমানে প্রায় ২২ হাজার কিলোমিটার সড়ক নেটওয়ার্কের মধ্যে ৪ হাজার কিলোমিটার হাইওয়ে রয়েছে। পর্যায়ক্রমে এসব মহাসড়ককে চার ও ছয় লেনে উন্নীত করা হবে। রোববার ঢাকা ইন্টারকন্টিনেন্টালে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোঃ নজরুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, "আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি। এর অংশ হিসেবে সকল মহাসড়ককে ধীরে ধীরে চার ও ছয় লেনে সংস্কার করা হবে। বিদ্যমান চার লেনকে ছয় লেনে উন্নীত করার চেষ্টা চলছে।"
সামনের দিনগুলোতে সারা দেশে প্রায় ৫৬ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করা হবে বলেও জানান সচিব মোঃ নজরুল ইসলাম।
"এই উদ্যোগের অধীনে, কমপক্ষে ১৩ কিলোমিটার (ফ্লাইওভারের) চার লেন থাকবে এবং ঢাকাকে নারায়ণগঞ্জের সঙ্গে সংযুক্ত করা হবে," বলেন তিনি।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান এমপি, পিপিপি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, সড়ক ও জনপথ বিভাগের (আরএইচডি) প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর প্রমুখ।