২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, শনাক্ত ৬ হাজারের বেশি
দেশে দ্রুতই আবারও কোভিড পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কোভিডজনিত কারণে মৃত্যু হয়েছে ১০ জনের, নতুন শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৬৭৬ জন।
এর আগের ২৪ ঘণ্টায় কোভিড শনাক্তের সংখ্যা ছিল ৫,২২২।
রোববার শনাক্তের হার ছিল ১৭.৮২ শতাংশ, গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২০.৮৮ শতাংশে।
এ নিয়ে দেশে কোভিডজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৫৪ তে, মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ২৮ হাজার ৩৮৭।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮০টি। এর আগের দিন ২৯ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করা হয়।
মৃতদের মধ্যে সাতজন ঢাকা বিভাগের, দুইজন চট্টগ্রাম বিভাগের এবং একজন বরিশাল বিভাগের।
একই সময় সুস্থ হয়ে উঠেছেন আরও ৪২৭ জন রোগী, বর্তমানে সুস্থতার হার ৯৫.৬২ শতাংশ।