শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "সিআইডি ঢাকায় ৫ জনকে আটক করেছে। তারা সাস্টের সাবেক শিক্ষার্থী বলে শুনেছি। তবে তাদের কী কারণে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আগে কোন মামলা আছে কিনা তা জানিনা।
তাদেরকে সিলেট নিয়ে আসা হচ্ছে। আমাদের কাছে হস্তান্তর করার পর বিস্তারিত বলতে পারবো।"
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকার উত্তরা থেকে শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের সাবেক ছাত্র রেজা নূর মুঈন এবং সিএসই বিভাগের সাবেক ছাত্র হাবিবুর রহমানকে আটক করে সিআইডি।
পরিবার ও বন্ধুদের অভিযোগ শাবিপ্রবির আন্দোলনে অর্থ সহায়তা করায় তাদেরকে আটক করা হয়েছে।
গত ১৩ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন লিজার বিরুদ্ধে খাবারের খারাপ মান, অব্যবস্থাপনা ও দুর্ব্যবহারের অভিযোগ এনে প্রাধ্যক্ষের পদত্যাগসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও হামলায় কমপক্ষে ৩০ জন বিক্ষোভকারী গুরুতর আহত হওয়ার পরে শিক্ষার্থীদের আন্দোলন দ্রুত উপাচার্য বিরোধী আন্দোলনে পরিণত হয়।
দাবি মানায় বাধ্য করতে সেদিন বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের ভেতর উপাচার্যকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। তাকে মুক্ত করতে উপাচার্যের নির্দেশে পুলিশ এই হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে ১৯ জানুয়ারি থেকে অনশনে বসেন বিশ্ববিদ্যালয়টির ২৪ জন শিক্ষার্থী।
ইতোমধ্যে শিক্ষার্থীদের অনশনের ১৪০ ঘণ্টার বেশি সময় পার হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত অনশনরত শিক্ষার্থীদের ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা সম্প্রতি আন্দোলনের ব্যয় বহনের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে অনুদান চায়।