শাবি শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি জানান, সরকার এগুলোর সমাধান করবে।
বুধবার (২৬ জানুয়ারি) তার বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দীপু মনি বলেন, 'শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা আমাদের সামনে (ছাত্রদের) সমস্যাগুলোকে তুলে ধরেছে। এটা শুধু তাদের একার না, সব সরকারি বিশ্ববিদ্যালয়েই আবাসন ও খাদ্যের সমস্যা রয়েছে। আশা করছি, আমরা এগুলোর বেশিরভাগ সমাধান করতে পারব।"
আন্দোলনকারী শিক্ষার্থীরা খুব শিগগির উপাচার্যের বাসভবনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে আলোচনায় ফিরবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, "আমরা সব অভিযোগ এবং এপর্যন্ত ঘটা সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্ত করব। এতে যাদের দায়িত্বে অবহেলা-ত্রুটি প্রমাণিত হবে- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
"আমরা এই সংকটের নিরসন চাই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র ও শিক্ষকরাও একমত। এনিয়ে কোনো বিরোধ নেই। তাই আমরা সবাই মিলেই সমস্যার সমাধান করব।"
আন্দোলনে সহায়তার দেওয়ায় গ্রেপ্তার করা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ খুব শিগগির প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।