সংক্ষিপ্ত সিলেবাসে হতে পারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
এ বছর সব বিশ্ববিদ্যালয় সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিতে সম্মত হবে বলে আশাব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "শিক্ষার্থীদেরকে যে সিলেবাস অনুযায়ী পড়ানো হয়েছিল, তারা সে অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে এটাই স্বাভাবিক।"
২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং এর সমমানের পরীক্ষায় ছাত্রদের মূল্যায়ন করা হয়েছিল শুধুমাত্র তিনটি ঐচ্ছিক বিষয় এবং পূর্ববর্তী পাবলিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে।
শিক্ষার্থীদের মূল্যায়নের হাতিয়ার হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয় সরকারকে। এ বিষয়ে দীপু মনি বলেন, "সংক্ষিপ্ত সিলেবাসটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যাতে পরবর্তী স্তরে এটি কোনো সমস্যা তৈরি না করে। সুতরাং, পড়াশোনার স্তরের সাথে মানিয়ে নিতে শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে কোনো প্রতিষ্ঠানের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।"
শিক্ষামন্ত্রী জানান, যেসব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন ভর্তি পরীক্ষা হবে, তারা ইতোমধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিতে সম্মত হয়েছে।
এছাড়া, "বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ যেসব প্রতিষ্ঠানের আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে তারাও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে," বলেন তিনি।
ফলে, অন্যান্য প্রতিষ্ঠানও এই পদ্ধতিতে পরীক্ষা নিবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, ২২ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয় ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
করোনা সংক্রমণের হার কমে যাওয়ায়, গতরাতে কোভিড -১৯-এর জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির (এনটিএসি) সাথে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দীপু মনি আরও বলেন, পুনরায় খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে।