২য় ডোজ ভ্যাকসিনের পর ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে: বিএসএমএমইউ গবেষণা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি গবেষণায় দেখা গেছে, যারা কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছে, তাদের ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
তবে, ভ্যাকসিন নেওয়ার ছয় মাস পর থেকেই ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। অন্যদিকে, যারা আগে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে এবং সুস্থ হওয়ার পর ভ্যাকসিন নিয়েছে তাদের দেহে অ্যান্টিবডির মাত্রা বেশি ছিল।
এদিকে, বুস্টার ডোজ নেওয়ার এক মাস পর শতভাগ টিকা গ্রহীতার দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
'হেমাটোলজিক্যাল প্যারামিটারস অ্যান্ড অ্যান্টিবডি টাইটার আফটার ভ্যাকসিনেশন এগেইনস্ট সার্স-কোভ-২' শীর্ষক গবেষণাটির প্রধান গবেষক বিএসএমএমইউ'র উপাচার্য ডা. মো. শরফুদ্দিন আহমেদ।
আজ বুধবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে গবেষণাটির ফলাফল প্রকাশ করা হয়।
বিএসএমএমইউ'র হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ, উপ-উপাচার্য (রিসার্চ ও ডেভেলপমেন্ট) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মেশাররফ হোসেন গবেষণাটির সহ-গবেষক।
কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়া ২৩৩ জন স্বেচ্ছাসেবী গবেষণাটিতে অংশ নিয়েছেন।
অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও অন্যান্য বিভিন্ন শারীরিক জটিলতা আছে।
তবে ভ্যাকসিন নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে বিভিন্ন শারীরিক জটিলতা ভোগা রোগী ও অন্যান্যদের মধ্যে কোনো পার্থক্য দেখা যায়নি।