পশুর নদীতে কয়লাবাহী জাহাজডুবি
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে কয়লাবাহী 'এমভি নওমী' নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বন্দরে হারবারিয়া-৪ এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানান, লাইটার জাহাজ 'এমভি নওমী' হারবারিয়া- ৫ এ অবস্থানরত পানামা পতাকাবাহী জাহাজ এমভি জর্দান থেকে ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে হারবারিয়া-৪ এর কাছাকাছি আসলে তলা ফেটে ডুবে যায়।
জাহাজডুবির ফলে অন্য জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপটেন মো. শাহাদাৎ হোসেন জানান, ডুবে জাওয়া জাহাজের জায়গায় নিশানা টানিয়ে রাখা হয়েছে।
জাহাজে থাকা ১০ বাংলাদেশি নাবিককে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা জীবিত উদ্ধার করেছে।
"জাহাজটি উদ্ধারে মালিক পক্ষকে আগামী তিনদিনের ভেতর কাজ শুরুর নোটিশ দেয়া হয়েছে। এছাড়া ১৫ দিনের ভেতর পুনরুদ্ধার করতে বলা হয়েছে", বলেন ক্যাপটেন মো. শাহাদাৎ।