৯৬ দিন পর করোনায় মৃত্যু শূন্য
আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসজনিত কারণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এই সময়ের মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার রেকর্ড করা হয়েছে ১.৫৪ শতাংশ।
সারা দেশে একদিনে মোট ১৪ হাজার ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গতকাল করোনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এসময় আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় মৃত্যু ঘটেছে ২৯ হাজার ১১২ জনের। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬০০ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হওয়ার হার দাঁড়িয়েছে ৯৫.৬১ শতাংশ।
এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর দেশে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ে।