শিক্ষার্থীদের কাজকে চসিকের কাজ হিসেবে পোস্ট মেয়র রেজাউলের
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় শিক্ষার্থীদের আঁকা জেব্রাক্রসিং সিটি করপোরেশনের কাজ হিসেবে প্রচার করে ফেসবুকে ছবি পোস্ট করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকে ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীরা এ জেব্রা ক্রসিং আঁকে বলে নিশ্চিত হওয়া গেছে। জাতীয় শিশু দিবস উপলক্ষে এই জেব্রা ক্রসিং আঁকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
গত ১৭ মার্চ ফ্রোবেলের ফেসবুক পেইজ থেকে শিশুবান্ধব জেব্রা ক্রসিংয়ের দুটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে শিক্ষার্থীদের ওই সড়কে জেব্রা ক্রসিং আঁকতে দেখা যায়।
মেয়র রেজাউল শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬ টার তার ফেসবুক পেজ থেকে এই জেব্রা ক্রসিংয়ের কিছু ছবি পোস্ট করে লিখেন, 'নগরীর প্রতিটি সড়কে জনসাধারণের রাস্তা পারাপারের সুবিধার্থে আঁকা হচ্ছে নতুনরূপে জেব্রা ক্রসিং…।'
এরপর থেকেই তার এ কাজ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই আবার হাস্যরসাত্মক পোস্ট দিচ্ছেন। পোস্টটি নিয়ে রিয়াদ রশিদ নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,
'জনাব মেয়র মহোদয় রেজাউল করিম চৌধুরী এই জেব্রা ক্রসিং ফ্রোবেল একাডেমির ছাত্রদের করা। আপনি বা সিটি করপোরেশন এটি করেনি। আপনার পোস্টটিতে একবারও স্কুলটির নাম নিলেন না। এর ওর ছবি সংগ্রহ করে নিজের নামে চালানো খুবই নিন্দনীয় একটি কাজ। আমি লজ্জিত একজন মেয়র এসব কাজ করছে।'
সমালোচনার মুখে পড়ে মেয়র রেজাউলের ফেসবুক পেজ থেকে পোস্টটি ডিলিট করা হয়েছে।