আজও করোনায় মৃত্যু শূন্য
আজ মঙ্গলবার (২২ মার্চ) দেশে করোনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গতকাল সোমবারও করোনায় মৃত্যুর সংখ্য ছিল শূন্য। এর মাধ্যমে, একই সপ্তাহে ছয়টি মৃত্যুহীন দিন দেখলো বাংলাদেশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১২১ জন।
সারা দেশে ১০ হাজার ৯৪৯টি নমুনা পরীক্ষা করে শনাক্তের হার রেকর্ড করা হয়েছে ১ দশমিক ১১ শতাংশ।
দেশজুড়ে মোট শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬জন। অন্যদিকে মৃতের সংখ্যা (২৯ হাজার ১১৭) অপরিবর্তিত রয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৪ জন রোগী। এতে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৬ শতাংশে।
বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ধরা পড়ে এবং ১৮ মার্চ প্রথম মৃত্যু রেকর্ড করা হয়।