সাতসকালে কালবৈশাখীর হানা, সাথে শিলাবৃষ্টি
বুধবার (২০ এপ্রিল) ভোরে রাজধানী ঢাকায় বয়ে গেছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। সাথে ছিল বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি।
গরমে ক্লান্ত নগরবাসীর কাছে বৃষ্টি স্বস্তি হিসেবে এলেও আচমকা বৃষ্টিতে অনেকটাই থমকে গেছে তাদের স্বাভাবিক গতি।
তীব্র কালবৈশাখী রাজধানীতে বেশ কয়েকটি গাছ উপড়ে ফেলেছে; এতে অবরুদ্ধ হয়েছে একাধিক সড়ক।
ফেসবুকে একজন লিখেছেন, "আজকের সকালে কালবৈশাখী ঝড়ে গুলশান- বাড্ডা লিংক রোডে বেশ কিছু গাছ ভেঙে রাস্তার উপর পড়েছে।"
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ভোর ৬টা থেকে বৃষ্টি পড়তে শুরু করে। ঝড়ের সময় রাজধানীর বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার।
আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম গণমাধ্যমকে বলেন, "সকাল ৭টার আগে থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে ছিল বজ্রপাত। বুধবার ভোরে রাজধানীতে ৪৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।"
"সে সময় আগারগাঁও এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ কিলোমিটার", যোগ করেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী বয়ে যাচ্ছিল। কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় ঝড় হয়েছে বলে জানা গেছে।