৩.৭৫ লাখ টন জ্বালানী তেল কিনবে বিপিসি
৪০৫৪.৩৮ কোটি টাকা ব্যয়ে ৩.৭৫ লাখ মেট্রিক টন জ্বালানী তেল কিনবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর মধ্যে ৩ লাখ টন গ্যাস অয়েলে ৩,২৭৪.৩২ কোটি টাকা ও ৭৫ হাজার মেট্রিক টন জেট অয়েল (জেট এ-১) কেনায় ৭৮০.০৬ কোটি টাকা ব্যয় হবে।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে অনলাইনে যুক্ত হয়ে এ সব তথ্য জানান অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় মন্ত্রী জানান, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে গতকাল মোট ৯টি প্রস্তাব উপস্থাপন হলে ছয়টির অনুমোদন দেয়া হয়। জ্বালানী তেল ছাড়াও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সারসহ বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় এসব প্রস্তাবের আওতায় মোট ৫৬৮৬.৭১ কোটি টাকা ব্যয় করা হবে।
ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতির অবস্থার আর অবনতি না হলে চলতি অর্থবছরে ৭.২% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অপরিবর্তিত রেখে আগামী অর্থবছরে সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য দেয়া হবে।
সভায় অনুমোদন পাওয়া ক্রয় প্রস্তাবগুলোর বিস্তারিত সংবাদ ব্রিফিংয়ে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাবেরুল ইসলাম।
তিনি জানান, সভায় মোট ৯টি প্রস্তাব উপস্থাপন করা হলেও নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি প্রকল্পের তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়নি।
তিনি জানান, প্রকল্পটির তিনটি প্যাকেজেই ফিনল্যান্ডের একটি সংস্থাকে সুপারিশ করায় যথেষ্ট প্রতিযোগিতার অভাব রয়েছে মনে করে প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে।
এ সময় তিনি জানান, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন থেকে ৩,২৭৪.৩২ কোটি টাকা ব্যয়ে তিন লাখ টন গ্যাস অয়েল কেনা হচ্ছে। ৭৮০.০৬ কোটি টাকায় ৭৫ হাজার মেট্রিক টন জেট অয়েল (জেট এ-১) কেনা হচ্ছে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে। সব মিলে জ্বালানী তেল কেনায় ব্যয় হচ্ছে ৪০৫৪.৩৮ কোটি টাকা।
তিনি আরও জানান, সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে ৯৯৯.৭৭ কোটি টাকা ব্যয় করে ৩৩ লক্ষ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হচ্ছে। গত মাসে একই পরিমাণ এলএনজি আমদানিতে ১২৪১.৪৯ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে। এ হিসাবে এবার ২০% কম দামে এলএনজি আমদানি করা হচ্ছে।