ভারত, পাকিস্তান, নেপালের চেয়ে বাংলাদেশে তেলের দাম কম
সাম্প্রতিক সময়ে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেলেও, দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দেশগুলোর তুলনায় দেশের বাজারে এখনও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলকভাবে বেশ কম।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তুলনা দেখানো হয়েছে।
দিনকয়েক আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩৮ টাকা বাড়ায়।
শুক্রবার থেকে কার্যকর হওয়া নতুন মূল্যদর অনুযায়ী বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৮ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং খোলা পাম অয়েলের মূল্য ১৭২ টাকা।
সোমবার ইস্যুকৃত সরকারের প্রেস বিজ্ঞপ্তি মতে, বাংলাদেশের তুলনায় ভারত, পাকিস্তান ও নেপালে ভোজ্যতেলের দাম বেশি।
প্রতিবেশী দেশ ভারতে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ২১৩.৪১-২২৪.৬৫ টাকা। আবার পাকিস্তানে ভোজ্যতেলের দাম ২৩৬.৩৭-২৩৮.৬৯ টাকা/লিটারের কাছাকাছি।
অন্যদিকে নেপালে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের জন্য বর্তমানে ব্যয় করতে হয় ১৯৭.১৫-২১৪.৭৫ টাকা।
বাংলাদেশে ভোজ্যতেলের মজুত ও আমদানি-সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো: