১ জুন থেকে আবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল
কোভিড-১৯ মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-কলকাতা রুটের তিনটি যাত্রীবাহী ট্রেন আবারও চালু হচ্ছে চলতি বছরের ১ জুন থেকে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী মাসে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বাংলাদেশ সফরের সময় চালু করা হবে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস।
কোভিড-১৯ এর কারণে সপ্তাহে পাঁচ দিনব্যাপী চলা কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং দ্বি-সাপ্তাহিক কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের পরিষেবা ব্যাহত হয়েছে।
অন্যদিকে, গত বছরের মার্চে দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেন নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতাল এক্সপ্রেস। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চালু করা হয় এটি।
করোনার পর অবস্থা স্বাভাবিক হলে ট্রেনটির পরিষেবা শুরু হবে বলে জানানো হয় সেসময়।
- সূত্র: টাইমস অব ইন্ডিয়া