জুন থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালি এক্সপ্রেসের ৩য় ট্রেন
বাংলাদেশ-ভারত ট্রেন পরিষেবা 'মিতালি এক্সপ্রেস' চলতি বছরের ১ জুন থেকে তৃতীয় ট্রেন চালু করতে যাচ্ছে।
ভারতের সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেন।
জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ট্রেনটি নয় ঘণ্টায় ৫১৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, চারটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন কোচ এবং চারটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার নিয়ে চলবে ট্রেনটি।
ভারতের কোচবিহার এবং এনজেপি স্টেশনে দুদিনের সফরের সময় দেশটির রেল প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ বলেন, আন্তর্জাতিক ট্রেন যাত্রার জন্য কাস্টমস এবং অভিবাসন পরিষেবা চালু থাকবে।
মন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি, মিতালি এক্সপ্রেস পর্যটনের বিকাশে সহায়তা করবে।
এর আগে কোভিড-১৯ মহামারির কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-কলকাতা রুটের তিনটি যাত্রীবাহী ট্রেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, জুনের ১ তারিখ থেকে আবারও চালু করা হবে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস।