পছন্দমতো পোশাকে নরসিংদী স্টেশনে তারুণ্যের ‘অহিংস অগ্নিযাত্রা’
নরসিংদী রেলওয়ে স্টেশনে 'অশালীন পোশাক' পরার অভিযোগে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণীকে হেনস্তার প্রতিবাদে নিজেদের অবস্থান জানান দিতে ঢাকা থেকে নরসিংদী রেলস্টেশনে গিয়েছেন একদল তরুণ-তরুণী।
শুক্রবার (২৭ মে) সকালে একটি ট্রেনে করে তারা নরসিংদী আসেন।
তাদের এ ভ্রমণের নাম দেওয়া হয়েছে 'অহিংস অগ্নিযাত্রা'। অগ্নিযাত্রায় অংশগ্রহণকারীরা তাদের পছন্দমতো পোশাক পরেন। ঢাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী তারা।
'অহিংস অগ্নিযাত্রা' দলের আহ্বায়ক তৃষিয়া নাশতারান প্রথমে ফেসবুকে নারীদের কিছু সাপোর্ট গ্রুপে এ নিয়ে কথা বলতে শুরু করেন, প্রস্তাব রাখেন। এরপর আরও কিছু মানুষ পেয়ে যাওয়ার পর সবাই মিলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তৃষিয়া নাশতারান বলেন, "আমরা নিরব প্রতিবাদের অংশ হিসেবে ইচ্ছেমতো পোশাক পরে নরসিংদী রেলওয়ে স্টেশনে এসেছি। এখানকার মানুষদের সাথে কথা বলেছি, সেদিনের ঘটনা সম্পর্কে জানতে চেয়েছি। মূলত তাদের সাথে একটা মানবিক যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা"।
দলের একজন জিনাত জাহান নিশা জানালেন, হেনস্তার ঘটনায় নিজেদের অবস্থান জানান দিতে আর এলাকাটির মানুষজনের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তারা।
"আশেপাশের মানুষের প্রতিক্রিয়া আমার কাছে বেশ ইতিবাচক মনে হয়েছে। আমরা সেখানে যাওয়ার পর কৌতুহলবশত অনেকে আশেপাশে ভীড় করে, অনেকের সঙ্গেই সেদিনের ঘটনা নিয়ে কথা হয় আমাদের"।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশনের মাস্টার মো. মুসা বলেন, "নারীদের একটি দল সকালে স্টেশনে এসে বেশ কয়েকটি উপদলে ভাগ হয়ে স্টেশনের বিভিন্ন প্রান্ত ঘুরে ছবি তুলে। তারা আমার কক্ষে এসেও সেদিনের ঘটনা সম্পর্কে আলোচনা করে"।
এর আগে, গত ১৮ মে সকালে এক তরুণী ও তার দুই ছেলে বন্ধুকে নরসিংদী রেলওয়ে স্টেশনে হেনস্তা করা হয়। ওই তরুণী 'অশালীন পোশাক' পরেছেন অভিযোগ করে স্টেশনে অবস্থানরত মাঝবয়সী এক নারী ও কয়েকজন পুরুষ তাকে এবং তার বন্ধুদের হেনস্তা করেন। এক পর্যায়ে তারা তাদের মারার জন্য তেড়ে আসলে স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে রক্ষা পান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়। এ মামলায় এক যুবককে গ্রেপ্তার করে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ। তবে তরুণীকে গালিগালাজ, শ্লীলতাহানি ও মুঠফোনে ভিডিও করে হেনস্তা করা মামলার আরেক আসামি মাঝবয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়নি।