নকলে বাধা দেয়ার পাঁচ বছর পর শিক্ষককে পিটিয়ে আহত করলো ছাত্র
পরীক্ষায় নকল করার সময় বাধা দেয়ার পাঁচ বছর পর লক্ষ্মীপুরে মো. হেলাল উদ্দিন নামে এক শিক্ষককে হেলমেট ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে মুরাদ নামের এক প্রাক্তন ছাত্র। শনিবার (২৮ মে) সকালে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক হেলাল উদ্দিন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি সদর উপজেলার টুমচর আসাদ একাডেমীর ভৌত বিজ্ঞানের শিক্ষক এবং একই উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের লকিয়ত উল্যার ছেলে। অভিযুক্ত ছাত্র মুরাদ টুমচর আসাদ একাডেমির ২০১৮ সালের নির্বাচনী পরীক্ষার অকৃতকার্য ছাত্র এবং একই এলাকার আবুল কাসেমের ছেলে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক জানান, শনিবার (২৮ মে) সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে বিদ্যালয় যাচ্ছিলেন। এর মধ্যে টুমচর মাদরাসা এলাকায় আসলে হঠাৎ করে তার প্রাক্তন ছাত্র মুরাদসহ আরো একজন রাস্তার পাশ থেকে নির্দেশ দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে এবং তারপর এলোপাতাড়ি পিটিয়ে তাকে আহত করে। এসময় আরো ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার পাশে ছিল বলে জানান তিনি।
পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ভর্তি করায়।
শিক্ষক হেলাল উদ্দিন জানান, তাকে পেটানোর সময় ছাত্র মুরাদ দাবি করছিল, ২০১৭ সালে এসএসসি নির্বাচনী পরীক্ষার ইংরেজি বিষয়ের দিন তিনি নাকি ওই ছাত্রকে নকলে বাঁধা দেন। এতে তার পরীক্ষা খারাপ হয়। পরে সে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
হাসপাতালের চিকিৎসাধীন শিক্ষক হেলাল উদ্দিন আরো জানান, 'বিগত ২০১৭ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষার কক্ষে আমি তার নকল নিয়ে ফেলে দিয়েছি। কিন্ত ওই দিনও সে বাকি সময়ের পরীক্ষা দেয়। কিন্ত আজ এতদিন পর ওই ছাত্রের নেতৃত্বে আমার ওপর হামলা হয়েছে।'
টুমচর আসাদ একাডেমী অধ্যক্ষ ফারজানা নুর জানান, 'বিষয়টি খুবই দুঃখজনক। প্রাক্তণ ছাত্র কীভাবে শিক্ষকের উপর হামলা করে! আমরা বিদ্যালয়ে সব শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি বসে সিদ্ধান্ত নিব। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোস্তফা কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।