সীতাকুণ্ডে ডিপো দুর্ঘটনায় অগ্নিদগ্ধ খালেদুর করোনা পজিটিভ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ খালেদুর রহমানের (৫৮) নমুনায় করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
কোভিড পজিটিভ হওয়ায় তাকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে জানান, "অগ্নিকাণ্ডে খালেদুর রহমানের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়। তিনি শঙ্কামুক্ত নন।"
গতকালই রাত সাড়ে ১০টার দিকে এসএমএসের মাধ্যমে তার করোনা পজেটিভের খবর আসে বলে জানান ডা. আইউব হোসেন।