চট্টগ্রামে বিস্ফোরণ: মামলা’র প্রসঙ্গ এড়িয়ে গেলেন আইজিপি
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণে হতাহতের ঘটনার তিন দিন পার হলেও মামলা হয়নি। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্রিফিং চলাকালে উপস্থিত সাংবাদিকরা আইজিপি'র কাছে বিষয়টি জানতে চেয়েছিলো।
আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, 'সীতাকুণ্ডে যে দুর্ঘটনা ঘটেছে তাতে সবার মত আমরাও ব্যথিত। আমাদের এক পুলিশ সদস্যের পা উড়ে গেছে। আমার ক্যারিয়ারে কোনো দুর্ঘটনায় এত ফায়ার ফাইটারের মৃত্যুর ঘটনা কখনো দেখিনি।'
'তারাসহ শ্রমিকদের যারা নিহত হয়েছেন আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন, তারা গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা তাদের সুচিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দিতে কাজ করে যাচ্ছি,' বলেন আইজিপি।
এ সময় ঘটনার তিন দিন পার হলেও কেন মামলা হয়নি এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে বক্তব্য শেষ করেন।
এর ঘণ্টা খানেক আগে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকরা একই প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, 'সরকারিভাবে ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কাছ থেকে তদন্ত প্রতিবেদন পেলেই আমরা আইনি প্রক্রিয়া শুরু করবো।'
চট্টগ্রামের ডিআইজি আনোয়ার হোসেন ও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, 'তদন্ত কাজ চলছে।'
শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ৪১ (সরকারি হিসেব) জন। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন নয়জন। আহত হন প্রায় আড়াই শতাধিক।