চট্টগ্রামে ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'খুনি', শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী কে 'উন্মাদ' ও ছাত্রলীগকে 'গুন্ডা' বলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করা হয়েছে।
আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহেদুল কবির এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন বাবুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ জুন দেওয়া এক বক্তব্যে এসব অশালীন মন্তব্য করেছেন। এর মাধ্যমে আসামি মূলত রাজনৈতিক অস্থিতিশীল তৈরির চেষ্টা চালাচ্ছে। আদালত বিষয়টি আমলে নিয়েছেন। এখন সিআইডি তদন্ত করে রিপোর্ট দেবে।"
মামলার বাদী এডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিষয়ক সম্পাদক।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নুরুল হক নুরুর বক্তব্য আমাকে ক্ষুব্ধ করেছে। তিনি প্রধানমন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটনার পাশাপাশি, স্বাধীনতা আন্দোলনের অগ্রগতি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধেও বাজে মন্তব্য করেছেন। আমি চাই আদালত এ ঘটনায় আসামি নুরুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন।"