পদ্মা সেতুতে কাজ করেছেন বাংলাদেশসহ ২০ দেশের প্রকৌশলী-বিশেষজ্ঞরা: প্রধানমন্ত্রী
২৫ জুন উদ্বোধন হতে যাওয়া বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, যুক্তরাষ্ট্রসহ ২০টি দেশের প্রকৌশলী ও বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা আরো বলেন, চীন-ভারত-যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, তাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা জড়িত ছিলেন।
পদ্মা সেতুকে ঘিরে নতুন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক গড়ে উঠবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এই সেতুর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। দেশের শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে।"
"পদ্মা সেতু এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগের একটা বড় লিংক। তাই আঞ্চলিক বাণিজ্যে এই সেতুর ভূমিকা অপরিসীম। তাছাড়া পদ্মার দুই পাড়ে পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার ঘটবে।"
বহুমুখী পদ্মা সেতুর উপরের ডেক দিয়ে যানপবাহন ও নিচের ডেক দিয়ে ট্রেন চলাচল করবে।
সেতু চালু হওয়ার পর সড়ক ও রেলপথে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে।