পদ্মা সেতুর উদ্বোধনে বাংলাদেশকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহম্মদ শেহবাজ শরীফ।
"পদ্মা বহুমুখী সেতুর কাজ শেষ হওয়ায় আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই", শুক্রবার (২৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে বলেন শাহবাজ শরীফ।
তিনি বলেন, "ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সেতুটির উদ্বোধন দৃষ্টান্ত। বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের একটি প্রমাণও এটি।"
"এই সুযোগে আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাই।"