আবদুল আলীমের গানে জাজিরায় প্রধানমন্ত্রীকে বরণ
আজ শনিবার (২৫ জুন) বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর দুই প্রান্ত মুন্সিগঞ্জের মাওয়া ও জাজিরার নাওডোবায় উদ্বোধনী কার্যক্রম শেষে কাঠালবাড়ির জনসভায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপরেই মঞ্চে বাজানো হয় বাংলাদেশের লোকগানের উজ্জ্বল নক্ষত্র শিল্পী আবদুল আলীমের 'সর্বনাশা পদ্মা নদীরে' গানটি।
এরপর বেজে ওঠে 'ও নদীরে একটি কথা সুধাই শুধু তোমারে' গানটি। এরপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের 'জয়বাংলা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু পার হওয়ার সময় বিমান বাহীনির ৬টি হেলিকপ্টার তাকে অভিবাদন জানায়। এরপর ওই হেলিকপ্টারগুলো কাঠালবাড়ি ঘাটে জনসভা মঞ্চের ওপর দিয়ে চক্কর দেয়। এগুলোর একটিতে জাতীয় পতাকা, একটিতে বঙ্গবন্ধু, একটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একটিতে পদ্মা সেতু, একটিতে আওয়ামী লীগের দলীয় পতাকা বহন করা হয়েছিল। আরেকটি হেলিকপ্টার থেকে ফুল ছিটিয়ে অভিবাদন জানানো হয় ইতিহাসের সাক্ষী হতে জনসভায় যোগ দেওয়া মানুষদের প্রতি।
আজ সকাল ৯টা ৫৫ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে মাওয়া পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর বেলা ১১টা ১২ মিনিটে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন কাজ সম্পন্ন করেন তিনি। গাড়িবহর নিয়ে প্রধানমন্ত্রী নিজেই প্রথম ব্যক্তি হিসেবে পদ্মা সেতু পাড়ি দেন। এ সময় তিনি সেতুর নির্ধারিত টোলও পরিশোধ করেন।