অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’
বাংলাদেশি একমাত্র চলচ্চিত্র হিসেবে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) জমা পড়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের চলচ্চিত্র 'রেহানা মরিয়ম নূর'।
অস্কারের 'বিদেশি ভাষার সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র' [বেস্ট ফিচার ফিল্ম] ক্যাটাগরিতে বাংলাদেশি চলচ্চিত্র বাছাই করেছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি গঠিত ৯ সদস্যের এক কমিটি। ওই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্রখ্যাত প্রযোজক হাবিবুর রহমান খান।
বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।
এর আগে, আজমেরী হক বাঁধন অভিনীত 'রেহানা মরিয়ম নূর' প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে এবারের কান চলচ্চিত্র উৎসবের একটি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়। অবশ্য কানে কোনো পুরস্কার পায়নি এটি।
অন্যদিকে, এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে 'সেরা অভিনেত্রী' ক্যাটাগরিতে মনোনয়ন পান বাঁধন।
চলচ্চিত্রটি এ মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।