ইউটিউবে ব্ল্যাকপিংকের প্রথম লাইভ কনসার্ট, আসছে...
কোভিড-১৯ মহামারির কারণে গ্লোবাল টুরে যেতে পারেনি জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ 'ব্যাকপিংক'। তাই সারা দুনিয়ার অনুরাগীদের সামনে গান পরিবেশনার জন্য ইউটিউবকে বেছে নিয়েছে তারা।
দক্ষিণ কোরিয়ান এই মিউজিক গ্রুপ জানিয়েছে, তারা একটি লাইভস্ট্রিম কনসার্ট করবে। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেটি। দেখা যাবে তাদের ইউটিউব চ্যানেলে।
চার সদস্যের গার্ল ব্যান্ডটি ওই কনসার্টে এই প্রথম গত অক্টোবরে মুক্তি পাওয়া তাদের অ্যালবাম থেকে গান পরিবেশনা করবে। ব্যান্ডের সদস্য জেনি, জিসু, লিসা ও রোজ আলাদা আলাদাভাবেও ওই কনসার্টে গান শোনাবেন।
'আমরা চাই, আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষারত অনুরাগীদের কাছে বছরটি যেন বিশেষ কিছুর মাধ্যমে শেষ হয়,' জানিয়েছে ব্ল্যাকপিংক। 'আশা করছি যে যার বাড়ি থেকে আমাদের এই একেবারেই প্রথম লাইভস্ট্রিম কনসার্ট উপভোগ করবেন।'
'দ্য শো' নামের ওই কনসার্টের টিকেট কাটা যাবে ব্ল্যাকপিংকের ইউটিউব চ্যানেল থেকে। টিকেট রয়েছে দুই ধরনের: স্ট্যান্ডার্ডের দাম ২৯.৯৯ ডলার এবং প্লাসের দাম ৩৯.৯৯ ডলার। প্লাস ক্যাটাগরির টিকেট কাটলে অনলাইন কনসার্টটিতে অংশ নিয়ে অন্যান্য মেম্বারশিপ সুবিধাসহ বিহাইন্ড-দ্য-সিন কনটেন্টও দেখতে পাবেন দর্শক।
এই গার্ল গ্রুপের অভিষেক অ্যালবাম- 'দ্য অ্যালবাম' মুক্তি পায় অক্টোবরে। এরপর এটি বিলবোর্ড-২০০-এর তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। এর আগে, সেপ্টেম্বরে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, নেটফ্লিক্সের প্রথম কে-পপ ডকুমেন্টারি- 'ব্ল্যাকপিংক: লাইট আপ দ্য স্কাই'-এ তারা অংশ নেবে।
- সূত্র: দ্য ন্যাশনাল