ইউটিউব চ্যানেল খুলছেন সালমান
করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে টানা লকডাউন। প্রায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। থেমে গেছে চলচ্চিত্র জগতের কাজকর্মও।
বলিউড সুপারস্টার সালমান খান পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন পানভেলের ফার্ম হাউসে। করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে দিচ্ছেন বার্তা। এবার অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের জন্য সিদ্ধান্ত নিলেন, ইউটিউবে নিজের চ্যালেন খুলবেন। খবর আনন্দবাজার পত্রিকার।
ভাইজানখ্যাত এই নায়ক চ্যানেলের নামও ঠিক করে ফেলেছেন- 'বিয়িং সালমান খান'। সেখানে প্রতিদিন অভিনব কনটেন্ট আপলোড করবেন তিনি। থাকবে তার ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্তও।
আসন্ন ঈদেই সালমান অভিনীত 'রাধে' চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিল। করোনাভাইরাস পরিস্থিতিতে সব শিডিউল ভেস্তে গিয়েছে। যত দিন না বড় পর্দায় ফিরতে পারছেন, তত দিন 'বিয়িং সালমান খান' চ্যানেলের মাধ্যমেই ভক্তদের কাছে নিয়মিত হাজিরা দেবেন তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট-সহ বেশ কয়েকজন বলিউড তারকার নিজস্ব ইউটিউব চ্যানেল থাকলেও প্রথম সারির নায়কদের মধ্যে সালমানই প্রথম ইউটিউবে অভিষেক ঘটাতে চলেছেন।