এবারও অস্কারে থাকছে না কোনো উপস্থাপক
চলচ্চিত্রের সবচেয়ে পুরনো ও জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হলো একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। এই অনুষ্ঠানের উপস্থাপনায় কে থাকবেন তা নিয়ে গণমাধ্যমের জল্পনা-কল্পনার শেষ থাকে না। তবে গত বছরের মতো এবারও উপস্থাপক ছাড়াই হচ্ছে অস্কার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
আগামী ৯ ফেব্রুয়ারি আমেরিকান টিভি চ্যানেল এবিসিতে এবারের অস্কার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি দেখানো হবে।
বুধবার টেলিভিশন ক্রিটিকস অ্যাসোসিয়েশনের এক ভ্রমণে এবিসি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ক্যারি বুর্ক ঘোষণা দেন, এবারও উপস্থাপক ছাড়াই হচ্ছে অস্কারের অনুষ্ঠান। খবর সিএনএন’র।
বুর্ক জানান, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেসের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ উপস্থাপক ছাড়াই অনুষ্ঠানের বিষয়টি গতবার ‘কাজে লেগেছে’।
১৯৮৯ সালের পর ২০১৯ সালে প্রথমবারের মতো উপস্থাপক ছাড়াই আয়োজন করা হয় অস্কারের।
গতবছর কৌতুক অভিনেতা কেভিন হার্টকে প্রাথমিকভাবে অস্কার অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ঘোষণা করা হয়। তবে নানা কারণে হার্ট উপস্থাপনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে কর্তৃপক্ষ উপস্থাপক ছাড়াই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
নানা বিতর্ক এবং উপস্থাপক ছাড়াই অনুষ্ঠান সত্বেও শেষমেশ অনুষ্ঠানটির রেটিং আগের তুলনায় বেড়ে যায় অনেক বেশি। গত বছরের অস্কার অনুষ্ঠানের দর্শক আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি ছিল। প্রায় ২৯ মিলিয়ন দর্শক ওই অনুষ্ঠানটি দেখেন।
উপস্থাপক ছাড়াই এই আয়োজনকে ‘একটি সফল পরীক্ষণ’ হিসেবে বিবেচনা করে অস্কার কর্তৃপক্ষ।