গায়ে পলিথিন জড়িয়ে রাস্তায় উর্বশী!
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, একের পর এক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে সাফল্য দেখিয়েছেন বলিউড তারকা উর্বশী রাউতেলা।
হামেশাই নিজের ফ্যাশন স্টেটমেন্টের জেরে আলোচনায় থাকেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উর্বশীর এক পোশাক নিয়ে এক্কেবারেই সন্তুষ্ট নন অনুরাগীরা, বরং বেজায় হতাশ তারা।
ইনস্টাগ্রামে নিজের ভিন্ন ভিন্ন ফটোশুটের গ্ল্যামারাস ছবি নিয়ে হামেশাই নেটদুনিয়ায় উত্তাপ চড়ান উর্বশী। তবে সম্প্রতি তিনি যেভাবে নিজেকে মেলে ধরলেন, সেটা অনেকের মতে 'ফ্যাশন ডিজাস্টার'।
ঘটনার সূত্রপাত উর্বশীর নিজের শেয়ার করা এক ইনস্টাগ্রাম ভিডিওকে ঘিরে। যেখানে পিঠখোলা কালো রঙা গাউনে দেখা মিলেছে তার।
সেই চকমকে গাউন দেখে অনেকেই বলছেন, পলিথিন কেটে গায়ে লেপটে নিয়েছেন উর্বশী। একদম বেমানান এই পোশাক। এর জেরেই ট্রোলড হন নায়িকা। একজন ইউজার কটাক্ষ করে লিখেন, 'পথিলিনের সঠিক ব্যবহার কেমন হওয়া উচিত তা দেখিয়ে দিলেন উর্বশী।'
তবে ট্রোলারদের পাত্তা দিতে নারাজ উর্বশী। তিনি দিব্যি একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করে চলেছেন।
আজকাল বলিউডের পাশাপাশি মিউজিক অ্যালবামেও দেখা মিলছে এই সুন্দরীর। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন 'সনম রে' নায়িকা।
আপতত নিজের আসন্ন ওয়েব সিরিজ 'ইন্সপেক্টর অবিনাশ' নিয়ে ব্যস্ত উর্বশী। এই সিরিজে নাম ভূমিকায় দেখা মিলবে রণদীপ হুদার। এছাড়াও আপতত উর্বশীর হাতে রয়েছে মিশরীয় তারকা মহম্মদ রমজানের সঙ্গে একটি আন্তর্জাতিক প্রজেক্ট।