গ্রেপ্তার কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ, বাড়ি থেকে উদ্ধার গাঁজা
মাদককাণ্ডে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন কমেডিয়ান ভারতী সিং। জনপ্রিয় এই কমেডিয়ানের মুম্বাইয়ের ফ্ল্যাট ও অফিসে অভিযান চালিয়ে শনিবার সকালে নিষিদ্ধ মাদক উদ্ধার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
এনসিবির তিনটি পৃথক টিম- ভারতীর অন্ধেরি, লোখান্ডওয়ালা ও ভারসোভার বাড়িতে তল্লাশি চালায়।
এইদিনের তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য ভারতী ও হর্ষকে আটক করে এনসিবির ব্যালাড এস্টেট অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। সাড়ে তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় ভারতীকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেপ্তার হয়েছেন ভারতীর স্বামী হর্ষ লিম্বোচিয়াও।
এনসিবির তরফে জানানো হয়েছে, ভারতীর বাড়ি থেকে মোট ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। জেরার সময় মাদক সেবনের অভিযোগ মেনে নিয়েছেন ভারতী ও তার স্বামী হর্ষ লিম্বোচিয়া।
ভারতীকে সন্ধ্যার আগেই গ্রেপ্তার করা হয়, তখনও হর্ষকে জেরার পর্ব চলছিল। এরপর রাত গড়াতেই মাদক নিয়ন্ত্রক সংস্থার হাতে গ্রেপ্তার হন হর্ষও।
এনসিবি সূত্রে খবর রোববার ভারতী ও হর্ষকে আদালতে তোলা হবে।