চরাঞ্চলের প্রতিবন্ধীদের সঙ্গে তিন তারকা
গান, গল্প, পুতুল নাচ দিয়ে প্রতিবন্ধীদের মাতিয়ে রাখলেন তিন তারকা- অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, অভিনেতা অমিত সিনহা ও সংগীতশিল্পী ইমরান হোসেন। গত সোমবার তারা সারাদিন কাটান প্রতিবন্ধীদের সঙ্গে।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম চর নাটুয়ারপাড়া। সেখানেই স্থানীয় তরুণ জাহিদুল ইসলাম স্বপন তৈরি করেছেন প্রতিবন্ধীদের জন্য যমুনা আহাদ আলী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। বিদ্যালয়টির এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তারকারা। শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।
নওশাবা বলেন, ‘দিনটি আমার জন্য অনেক আনন্দের। এর আগেও আমি এই চরে এসেছিলাম। প্রতিবন্ধীদের সঙ্গে সময় কাটিয়েছি। এবার আসতে পেরেও ভালো লেগেছে।’
সেখানে তিনি নিজের সংগঠন ‘টুগেদার ইউ ক্যান’-এর সহযোগিতায় পুতুল নাচ দেখান। প্রতিবন্ধীসহ স্থানীয়রা দারুণ উপভোগ করেন ওই পুতুল নাচ।
এদিকে অভিনেতা ও ডাক্তার অমিত সিহনা চরাঞ্চলে প্রতিবন্ধীদের সংখ্যা কমিয়ে আনা এবং প্রতিবন্ধীদের সম্পদে রূপান্তর করা নিয়ে কথা বলেন।
এরপর মঞ্চে ওঠেন সংগীতশিল্পী ইমরান হোসেন। তিনি কয়েকজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মঞ্চে ডেনে এনে তাদের গান শোনেন ও একসঙ্গে গান করেন। এর মধ্যে ‘মধু হই হই’ গানটিও ছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা আহাদ আলী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুর ইসলাম স্বপন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী, ফেসবুকভিত্তিক নারীদের গ্রুপ ‘ওমেন্স কর্নার’-এর এক্সিকিউটিভ সেক্রেটারি ফারজানা আক্তার, ‘এক্সট্রা পিআর’-এর এক্সিকিউটিভ ডিরেক্টর জোবায়ের রুবেলসহ অনেকেই।