চলচ্চিত্রে মিথিলা, সঙ্গে নিরব
অবশেষে চলচ্চিত্রে নাম লেখালেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেতা নিরব হোসেন।
অনন্য মামুন পরিচালিত এই ছবির নাম 'অমানুষ'। গত শনিবার সন্ধ্যায় দুজন চুক্তিবদ্ধ হয়েছেন। এমনটাই জানালেন মিথিলা ও নিরব।
রোববার দুপুরে মিথিলা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'করোনার মধ্যেই বাংলাদেশ ও কলকাতায় বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছিল। তবে সবার আগে কাজ শুরু হচ্ছে অনন্য মামুনেরটার।'
তিনি জানান, সিনেমার গল্প ও চরিত্র তার ভালো লাগার কারণেই চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন।
মিথিলা বলেন, 'আমি অভিনয় করতে ভালোবাসি। পাশাপাশি আমার একটা পেশা আছে, নিজের পড়াশোনা আছে। অনেক সময় দেশের বাইরে যেতে হতো। কিন্তু করোনার কারণে এখন দেশের বাইরে যাওয়ার চাপ নেই। তাই অভিনয় করার একটা সুযোগ তৈরি হয়েছে।'
'অমানুষ' চলচ্চিত্রে নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, 'বিদেশ ফেরত একটা মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। সে দেশে এসে একটা বিপদে পড়ে। সেটা নিয়েই গল্প এগিয়ে যায়।'
এদিকে অভিনেতা নিরব জানান, মাসখানেক আগে থেকে অনন্য মামুনের সঙ্গে নতুন এই ছবি নিয়ে তার কথা হচ্ছিল। নায়িকা প্রসঙ্গ আসতেই তার দীর্ঘদিনের বন্ধু মিথিলার নাম প্রস্তাব করেন। মিথিলাকে বলতেই গল্পটা পাঠাতে বলেন। গল্প ভালো লেগে যাওয়ায় মিথিলা রাজি হয়ে যান।
নিরব বলেন, 'মিথিলা ও আমি দীর্ঘদিনের বন্ধু। তাই আমি ওর রুচি জানি। এ কারণেই গল্পটা পড়ে অনন্য মামুনকে মিথিলার কথা বলি। তারপর ব্যাটে বলে সব মিলে যায়!'
তিনি জানান, আগামী ২৫ মার্চ শুটিং শুরু হবে 'অমানুষে'র। ঢাকা ও বান্দরবানে চলবে শুটিং। এই বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।