চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারালেন পরীমনি
সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে অভিনেত্রী পরীমনির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি (বিএফএএ)। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ সিদ্ধান্ত জানান।
সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, 'পরীমনির এই ঘটনা আমাদের চলচ্চিত্র সম্প্রদায়ের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না।'
মিশা সওদাগর আরও জানান, সমিতির সভায় সবার সম্মতিতেই পরীমনির সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল, ওয়ার্কিং কমিটির সদস্য অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্দার বো, জ্যাকি আলমগীর ও আলীরাজ।
বুধবার রাতে রাজধানীর বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র্যাব। র্যাব তার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও এলএসডি-আইসের মতো ক্ষতিকর মাদক উদ্ধার করেছে বলে জানিয়েছে।
পরীমনি এখন সিআইডির হেফাজতে রয়েছেন। এই ঢালিউড অভিনেত্রীর মামলা তদন্ত করার দায়িত্ব সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।