চলে গেলেন 'বেদের মেয়ে জোসনা'র প্রযোজক
চলচ্চিত্র মাধ্যমে তিনি এসেছিলেন মূলত পরিচালক হতে। ঘটনা চক্রে প্রযোজক পরিচয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। 'বেদের মেয়ে জোসনা'খ্যাত সেই প্রযোজক পরিচালক মতিউর রহমান পানু মারা গেছেন। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়ায় তার জন্ম। চলচ্চিত্রে যাত্রা শুরু সহকারী পরিচালক হিসেবে, ১৯৬৪ সালে। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৭৯ সালে, 'হারানো মানিক' ছবির মাধ্যমে।
তার পরিচালিত ও প্রযোজিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'মোল্লা বাড়ির বউ', 'মনের মাঝে তুমি', 'টাইগার নাম্বার ওয়ান', 'আপন ভাই', 'নাগ মহল', 'নির্দোষ', 'সাহস', 'মান মর্যাদা', 'নির্যাতন', 'সাথী' প্রভৃতি।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।