চীনা ‘অস্কারে’ ৮১ বছর বয়সী অভিনেত্রীর বাজিমাত
চাইনিজভাষী চলচ্চিত্রের 'অস্কার' সংস্করণ হিসেবে খ্যাত 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে'র এ বছরের সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন ৮১ বছর বয়সী তাইওয়ানিজ অভিনেত্রী চেন শু-ফাং। 'সেরা অভিনেত্রী'র পাশাপাশি জিতে নিয়েছেন 'সেরা পার্শ্ব অভিনেত্রী'র পুরস্কারও।
শনিবার রাতে তাইওয়ানে 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে'র এবারের আসর অনুষ্ঠিত হয়।
ঘুম থেকে জেগে দেখে ভালোবাসা দিবস চলে গেছে, অথচ সে টেরই পায়নি- এমন এক পোস্ট অফিস কর্মীর জীবন ঘিরে সাজানো তাইওয়ানিজ চলচ্চিত্র 'মাই মিসিং ভ্যালেন্টাইন' জিতে নিয়েছে 'সেরা চলচ্চিত্র' ও 'সেরা পরিচালক'সহ পাঁচটি পুরস্কার।
তবে সব ছাপিয়ে 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসে'র কেন্দ্রবিন্দুতে ছিলেন চলচ্চিত্র জগতে ছয় দশকেরও বেশি সময় কাটানো চেন শু-ফাং। 'লিটল বিগ উইমেন'-এ অভিনয়ের জন্য 'সেরা অভিনেত্রী' এবং 'ডিয়ার টেন্যান্ট'-এর জন্য 'সেরা পার্শ্ব অভিনেত্রী'র পদক জিতেন তিনি।
এর আগে 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস' পাওয়া দূরের কথা, একবারও মনোনয়নও পাননি তিনি!
'যখন আমি আর হাঁটতে পারব না, তখন পরিচালককে বলব যেন হুইলচেয়ারে বসে থাকা কোনো চরিত্রে আমাকে অভিনয় করতে দেয়,' বলেন চেন।
১৯৬২ সালে শুরু হয়ে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে তাইওয়ান-ভিত্তিক 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস'। তবে গত বছর থেকে এই আয়োজনে চীনের চলচ্চিত্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে সেদেশের চলচ্চিত্র কর্তৃপক্ষ।
২০১৮ সালের আসরে তাইওয়ানিজ চলচ্চিত্রকার ফু ইয়ুয়ে নিজ দেশের আনুষ্ঠানিক স্বাধীনতার দাবি জানালে চীনে বেশ সোরগোল পড়ে যায়। এর প্রেক্ষিতেই চীনা কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নেয়।
এ বছর 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে মাস্ক পরিহিত দর্শকদের সামনে। করোনাভাইরাস মহামারিকালে এটি তাইওয়ানের অন্যতম প্রথম জনসমক্ষে অনুষ্ঠিত এ ধরনের আয়োজন।
তাইওয়ানে জন্মগ্রহণকারী অস্কারজয়ী চলচ্চিত্রকার অ্যাং লি-সহ বেশ কিছু হাই-প্রোফাইল তারকা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করে এই আয়োজনে হাজির হয়েছিলেন।
- সূত্র: রয়টার্স