জিজ্ঞাসাবাদ শেষে রাতে চয়নিকা চৌধুরীকে ছেড়ে দেবে ডিবি
পরীমনির মামলার বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর টেলিভিশন অভিনেত্রী ও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীকে আজ রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
"চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন অভিযোগের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হবে। তবে প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের জন্য আবার তাকে ডিবি অফিসে ডাকা হবে, "বলেন ডিবি'র যুগ্ম কমিশনার হারুন উর রশিদ।
এর আগে সন্ধ্যায় তাকে রাজধানীর পান্থপথ থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সময় টিভির এক টক শো'তে যোগদান শেষে বেড়িয়ে আসার সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবির সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার নাজমুল হক বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে নিশ্চিত করেন।
ডিবি'র এক কর্মকর্তা বলেন, "পরীমনি তার জিজ্ঞাসাবাদের সময় একজন নারী পরিচালকের নাম প্রকাশ করেন। তাদেরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর সেই পরিচালক চয়নিকা-ই কিনা তা যাচাই করবে ডিবি।"
তবে নারী এ নির্মাতার বিরুদ্ধে কোন অভিযোগের কথা তাৎক্ষণিকভাবে জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে ডিবি'র জয়েন্ট কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, অভিনেত্রী পরীমনির সঙ্গে অবৈধ ব্যবসায় জড়িত থাকায় তার একজন নারী সহকারী ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে গ্রেপ্তার করা হবে।
তবে উক্ত নারী সহকারীর নাম সে সময় ওই কর্মকর্তা প্রকাশ করেননি।