দীঘির বিরুদ্ধে মামলা: যা বললেন ঝন্টু
আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত চলচ্চিত্র 'তুমি আছো তুমি নেই'। মুক্তির ঠিক আগ মুহূর্তে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির বিরুদ্ধে মামলা করলেন পরিচালক ও প্রযোজক।
গত বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন দুজন।
জানা গেছে, ছবির প্রযোজক সিমি ইসলাম এক কোটি টাকার ক্ষতি পূরণ মামলা করেছেন। একইসঙ্গে দীঘি, তার বাবা সুব্রত ও মামার নামে পৃথক আরেকটি মানহানি মামলা করেছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
মামলার কারণ সম্পর্কে পরিচালক ঝন্টু টিবিএসকে বলেন, "কয়েকদিন আগে আমার সদ্য নির্মিত 'তুমি আছো তুমি নেই' চলচ্চিত্রের তিন মিনিটের ট্রেইলার প্রকাশ পায়। ট্রেইলার প্রকাশের পর ছবিটির নায়িকা দীঘি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেন। এই ছবি দেখতে সিনেমা হলে মানুষ যাবে না বলে নায়িকা জানান। এমনকি ছবি নির্মাণের দুর্বলতা ও গল্প নিয়ে কথা বলেন।'
'ছবি মুক্তির আগে কোনো অভিনেত্রী এমন কথা বলতে পারেন না। এতে আমাদের ছবিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাধ্য হয়ে মামলাটি করেছি,' বলেন ওই সিনিয়র পরিচালক।
তবে ছবির ট্রেইলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। ছবিটি নিয়ে ট্রলের শিকার হন অভিনেত্রী দীঘি। এমনকি ট্রেইলার দেখে এমবির টাকা ফেরত চান দর্শকেরা- এমন মন্তব্য দেখা যায় ট্রেইলার প্রকাশের পেজে। পাশাপাশি দীঘির করা মন্তব্য ঘিরে সমালোচনা বাড়তে থাকে।
তবে ট্রেইলারটি খুবই সুন্দর হয়েছে বলে দাবি করেন পরিচালক। তিনিও এটাও বলেন, 'তিন মিনিটের ট্রেইলার দেখে একটা পুরা ছবি নিয়ে মন্তব্য করা একজন অভিনেত্রীর উচিত হয়নি।'
মামলা প্রসঙ্গে তিনি বলেন, 'এতে দীঘির কমপক্ষে দুই বছরের জেল ও অর্থদণ্ড হতে পারে। আমার আইনজীবীরা আমাকে এ তথ্য নিশ্চিত করেছেন।'
পরিচালক দাবি করেন, 'আমি ৮৩টি ছবি পরিচালনা করেছি। কখনো কোনো অভিনেত্রী এভাবে কথা বলেননি। অথচ দীঘির মতো একজন অভিনেত্রী তার প্রথম ছবি নিয়ে এ রকম বিরূপ মন্তব্য করলেন, যা আমাকে হতাশ করেছে।'
বিষয়টি নিয়ে জানতে দীঘির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু বলেছেন, 'ছবিটি ভালো চলুক, এটা চাই।'
জানা গেছে, শুক্রবার দেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে দীঘি অভিনীত এই ছবি।