ধর্মীয় অনুভূতিতে আঘাতের ‘দায়ে’ কারিনার নামে পুলিশে অভিযোগ
'প্রেগন্যান্সি বাইবেল' লিখে বিপাকে বলিউড তারকা কারিনা কাপুর খান। মাতৃত্বের সফরকে নিজের মতো করে কলমবন্দি করেছেন তিনি। সেই বইয়ের নাম দিয়েছেন 'প্রেগন্যান্সি বাইবেল'।
দিন কয়েক আগেই এই বইয়ের প্রচ্ছদ সামনে এনেছিলেন নবাব ঘরনি। কিন্তু প্রকাশ্যে আসবার পর থেকেই বইটি ঘিরে নানা বিতর্ক দানা বাঁধছে। এবার এক খ্রিস্টান ধর্মীয় সংগঠনের তরফে এই বইয়ের নাম নিয়ে আপত্তি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হলো।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রের বিড শহরে কারিনাসহ মোট তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।
আলফা ওমেগা খ্রিস্টান মহাসংঘের সভাপতি আশিস শিন্দে বিডের শিবাজি নগর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রতিলিপিতে বলা হয়েছে, কারিনা কাপুর খান এবং অদিতি শাহ ভিমজানির লেখা এই বইয়ের নামের সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ 'বাইবেল' শব্দ জুড়ে থাকায় তা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য অবমাননাকর।
ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ের মানুষের আবেগে আঘাত হানা) ধারা অনুযায়ী অভিযোগ দায়ের হয়েছে কারিনা, এই বইয়ের সহ-লেখিকা অদিতি এবং প্রকাশকের নামে।
পুলিশের পক্ষে এই অভিযোগ জমা পড়ার খবর নিশ্চিত করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি।
ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছিলেন কারিনা। ২০১৭ সলের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। অন্তঃসত্ত্বা অবস্থাতেও চুটিয়ে কাজ করেছিলেন বেবো।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম দু'দিন আগেই প্রকাশ্যে এসেছে। সাইফিনা তাদের সন্তানের নাম রেখেছেন জেহ আলি খান।