নতুন করে প্রতারণা মামলায় শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা
আইনি ঝামেলা যেন পিছু ছাড়ছে না বলিউড তারকা শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার। পর্নকান্ডের রেশ না মুছতেই নতুন করে বাঁধলো ঝামেলা। শিল্পা-রাজ জুটি ও এসএলএফ ফিটনেস লিমিটেডের পরিচালক কাশিফ খানের নামে বান্দ্রা পুলিশের কাছে প্রতারণা মামলা দায়ের করেছেন জনৈক ব্যক্তি।
বান্দ্রা পুলিশ সূত্রে জানা যায়, পুনের বাসিন্দা যশ নিতিন বারাই নামের ঐ ব্যক্তির অভিযোগ, কাশিফ খান তাকে লোভ দেখিয়ে ফিটনেস ফ্র্যাঞ্চাইজিতে ১.৫ কোটি রুপী বিনিয়োগে রাজি করান। এই কাজে শিল্পা এবং রাজও জড়িত ছিলেন। তারা নিতিনকে পুনেতে জমি কিনে দেওয়া এবং ফিটনেস ব্যবসা থেকে লাভের অংশ দেওয়ারও প্রতিজ্ঞা করেন। ২০১৪ সালে তিন মাসে ধাপে ধাপে নিতিনের বাবা এই টাকা তাদের হাতে তুলে দেন।
নিতিনের দাবি, সেই প্রজেক্ট আর আলোর মুখ দেখেনি। কিন্তু নিতিন তার লগ্নিকৃত টাকা ফেরত চাইলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়।
ইতোমধ্যেই অভিযুক্ত তিনজনের নামে প্রতারণাসহ একাধিক মামলায় এফআইআর রুজু করেছে বান্দ্রা পুলিশ এবং তারা বিষয়টি তদন্ত করছে বলেও জানিয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস