নতুন নায়িকা নিয়ে সেলিমের ‘পাপপূণ্য’
ঘোষণাটা আগেই দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। আগামী ২৫ আগস্ট থেকে শুরু করছেন নতুন ছবি পাপপূণ্যর শুটিং। শুটিং এ যাওয়ার আগ অবধি জানিয়েছেন পাপপূণ্য অভিনয় করছেন মনপুরা খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী ও তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। তবে জানাননি কে হচ্ছেন নায়িকা।
খোঁজ নিয়ে জানা গেছে, বরাবরের মতো এবারও নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন সেলিম।
পাপপূণ্য সিনেমায় নায়িকা হিসেবে হাজির করছেন শাহনাজ সুমিকে। সুমি এর আগে নাচ বিষয়ক রিয়েলিটি শো চ্যানেল আই সেরা নাচিয়েতে অংশ নিয়েছিলেন। অভিনয় করেছেন বেশ কিছু নাটকে।
হঠাৎ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “আমি আসলে অনেক দিন ধরে চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছিলাম। এত দ্রুত সুযোগ পেয়ে যাব ভাবিনি। আমি সেলিম স্যারের কাছে কৃতজ্ঞ। তার মত গুনী পরিচালকের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সত্যি খুব আনন্দের।”
সুমি এ বছর এইচএসসি পাশ করেছেন। এখন প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তির। কিন্তু ছবির সিডিউল চলে আসায় কিছুটা বিচলতি তিনি।
তিনি বলেন, “এটা নিয়ে খুব ভয়ে আছি। পড়াশোনার পাশাপাশি শুটিংয়ের প্রস্তুতি নিতে হচ্ছে। জানিনা কি হবে।”
পাপপূণ্যতে আরও অভিনয় করছেন দেশের একঝাঁক নবীণ ও প্রবীণ তারকা। সেসব নিয়ে দ্রুতই মহরত করবেন বলে জানিয়েছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।