নারীবাদীদের ভয়ে ফ্রেঞ্চ অস্কারে যাবেন না পোলানস্কি
আজ শুক্রবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে 'ফ্রেঞ্চ অস্কার'খ্যাত সিজার অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী। এবার 'অ্যান অফিসার অ্যান্ড অ্যা স্পাই' চলচ্চিত্রটি সর্বোচ্চ ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে। তবু এটির নির্মাতা, বিখ্যাত ও বিতর্কিত পোলিশ-ফ্রেঞ্চ চলচ্চিত্রকার রোমান পোলানস্কি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হবেন না।
৮৭ বছর বয়সী এই চলচ্চিত্রকারের বিরুদ্ধে ধর্ষণের নতুন অভিযোগ ওঠায় জনসমাগম এড়িয়ে যেতে চাচ্ছেন তিনি। খবর আল জাজিরার।
গত বছর 'অ্যান অফিসার অ্যান্ড অ্যা স্পাই' চলচ্চিত্রটি ফ্রান্সে মুক্তি পাওয়ার কয়েক দিন পরই পোলানস্কির বিরুদ্ধে ১৯৭৫ সালে ধর্ষণ করার অভিযোগ তোলেন এক ফরাসি অভিনেত্রী। এর আগে, ১৯৭৭ সালে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে এসেছিলেন এই চলচ্চিত্রকার। এরপর অস্কার জয় করলেও গ্রেপ্তার হওয়ার ভয়ে মার্কিন ভূমিতে তিনি আর পা রাখেননি। একই ঘটনায় বছর কয়েক আগে তাকে গৃহবন্দিও রাখা হয়।
এবার সিজার অ্যাওয়ার্ডে তার চলচ্চিত্র এতগুলো মনোনয়ন পাওয়ায় খেপে উঠেছে ফ্রান্সের নারীবাদী সংগঠনগুলো। 'রোজমেরিস বেবি', 'চায়না টাউন', 'বিটার মুন', 'দ্য পিয়ানিস্ট', 'অলিভার টুইস্ট', 'দ্য গোস্ট রাইটার'-এর মতো বিশ্বখ্যাত চলচ্চিত্রগুলোর এই নির্মাতা সম্প্রতি জানিয়েছেন, নারীবাদীরা তাকে জনসমক্ষে হেনস্থা করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির না হওয়াই তার জন্য ভালো।