এবারও জামিন পেলেন না পরীমনি, পাঠানো হলো কারাগারে
ঢালিউড অভিনেত্রী পরীমনির জামিন আবেদন খারিজ করে দিয়ে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
এর আগে, পরীমনির জামিন আবেদন দুইবার খারিজ করে দেন আদালত।
দু'দিনের রিমান্ড শেষে আজ (শুক্রবার) তাকে আদালতে হাজির করা হলে এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এই আদেশ দেন।
তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পরীমনিকে প্যানিক অ্যাটাকের রোগী হিসেবে উল্লেখ করে চিকিৎসার জন্য আদালতের কাছে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আদালত সেই আবেদন খারিজ করে দেন।
এর আগে, গত মঙ্গলবার ঢাকার একটি আদালত পরীমনিকে নতুন করে দু'দিনের রিমান্ড দিয়েছিলেন।
বলে রাখা ভালো, গত ৪ আগস্ট রাজধানীর বনানী এলাকার বাসায় অভিযান চালিয়ে এই ঢালিউড অভিনেত্রীকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন একটি আদালত।
গ্রেপ্তারকালে পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং এলএসডির মতো মারাত্মক মাদক জব্দ করার দাবি করে র্যাব।
বর্তমানে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।