প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি: তালিকায় শাকিরা, ক্লডিয়া শিফার, এলটন জন ও রিংগো স্টার
বিশ্বের ধনী ব্যক্তিরা সম্পদ অর্জন এবং লেনদেনের কাজে অফশোর কোম্পানিগুলোকে কীভাবে ব্যবহার করেছেন, তা উঠে এসেছে নতুন প্রকাশিত প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে।
এ কেলেঙ্কারিতে জড়িতদের মধ্যে রয়েছেন জার্মান সুপার মডেল ক্লডিয়া শিফার এবং 'কুইন অব লাতিন মিউজিক'খ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরাও। তাদের পাশাপাশি এ তালিকায় আরও আছেন ব্রিটিশ গায়ক স্যার এলটন জন এবং 'বিটলস' ড্রামার রিংগো স্টার।
পেপারসের নথিতে উল্লেখ করা হয়, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত তিনটি কোম্পানি রয়েছে শাকিরার। কোম্পানিগুলো হলো লাইট প্রোডাকশনস লিমিটেড, লাইট ট্যুরস লিমিটেড এবং টাইটানিয়া ম্যানেজমেন্ট ইনকরপোরেটেড।
তবে তার আইনজীবীদের দাবি, শাকিরা নিজেই অফশোর কোম্পানি ঘোষণা করেছিলেন। জনপ্রিয় এই তারকার সঙ্গে বর্তমানে আইনি লড়াই চলছে স্প্যানিশ সরকারের। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে স্পেনে কর দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
স্প্যানিশ কর কর্তৃপক্ষ তদন্ত করার পরেও অফশোর কোম্পানি খুলতে থাকেন তিনি।
অন্যদিকে, নথিতে উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে ছয়টি রয়েছে ক্লডিয়া শিফারের অধীনে। ওই কোম্পানিগুলোর একক স্বত্বাধিকারী তিনি। তবে তার প্রতিনিধিরা জানান, তিনি যুক্তরাজ্যে নিয়মিত কর দিয়ে থাকেন।
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের তদন্তে উল্লেখ করা হয়, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে ১২টিরও বেশি কোম্পানি রয়েছে এলটন জনের। তার সঙ্গী ডেভিড ফার্নিশ এ কোম্পানিগুলোর পরিচালক।
অন্যদিকে ব্রিটিশ রকস্টার রিংগো স্টারেরও দুটি কোম্পানি রয়েছে বাহামাসে। রিয়েল এস্টেট কেনার জন্য ব্যবহৃত হয়েছিল এগুলো। রিয়েল এস্টেটগুলোর একটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত।
বলে রাখা ভালো, প্যান্ডোরা পেপারসে পাঁচটিরও বেশি পানামানিয়ান ট্রাস্টের কথা উল্লেখ করা হয়েছে। এসবের মধ্যে তিনটি ট্রাস্ট জীবনবীমা সংক্রান্ত। এ বীমার বেনেফিশিয়ারি হবেন তাদের সন্তানরা। এছাড়া, রয়েলটি ও লাইভ প্রেজেন্টেশন থেকে আরেকটি ট্রাস্টের অর্থ উপার্জিত হয়।
-
সূত্র: দ্য নিউজ গ্লোরি ও ডেইলি মেইল