প্রথম কোয়ারেন্টিন ঈদ প্রোডাকশন নিয়ে টয়া-শাওন
কোয়ারেন্টিন অবস্থাতেই ঈদের নাটক নিয়ে নতুন উদ্যোগের আয়োজন করেছেন নব দম্পতি মুমতাহিনা চৌধুরী টয়া ও সায়েদ জামান শাওন। এই নাটকের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পুলক অনিল।
দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন বিনোদন জগতে। একজন বিজ্ঞাপন কর্মী হিসেবে তিনি পরিচিত মুখ। এছাড়াও তিনি কবি ও গীতিকার।
এবার নাটক পাড়ার চির পরিচিত মুখ ফিরিয়ে আনতে অনেক আগে থেকেই ভাবছিলেন, কী করা যায়।
ভালোবাসা দিবসে বেশ কয়েক বছর ধরেই এই কনসেপ্টে নাটক নিয়ে হাজির হয় ইউনিলিভার বাংলাদেশ। এবার ঈদে যখন যে যার ঘরে সময় কাটাচ্ছে- তখন একই রকমের কনসেপ্ট নিয়ে তাদের মাধ্যমেই নতুন কিছু করার স্বপ্ন দেখেন পুলক। তিনি তার পরিকল্পনা জানান। প্রতিষ্ঠান সেটি গ্রহণ করে। নাটকটির মূল পাত্র-পাত্রী টয়া ও শাওন।
টয়া ও শাওন ২৯ ফেব্রুয়ারি ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনার পরিক্রমায় দুজনে কাটাচ্ছেন একসঙ্গে অনেকটা সময়।
সুযোগের সদ্ব্যহার তারা করছেন কাজের ক্ষেত্রেও। দীর্ঘদিন ধরে পুলকের সঙ্গে কাজ করা এবং পরিচয়ের কারণে তার চিন্তা ভাবনার সঙ্গে নিজেদের তাল মেলাতে পেরেছেন এই দুই অভিনয় শিল্পী।
কিন্তু কীভাবে হচ্ছে এই নাটকের কাজ? পুলক জানান, 'আমরা যে যার ঘরে বসে আছি। আমি ঘরে বসে ফ্রেম ঠিক করে দিচ্ছি। আর অনস্ক্রিনের প্রেমের কেমিস্ট্রি ঠিকঠাক তুলে আনছেন শাওন ও টয়া।'
ওদিকে শাওন ও টয়া নিজেরাই লাইট-ক্যামেরা-সেটাআপ নিয়ে কাজ করছেন, মেকআপ নিয়ে ভাবছেন।
শাওন বলেন, 'বিপদই বিপদ থেকে বের হওয়ার উপায় খুঁজে দেয়। আমরা এখন বিপদের মুখোমুখি দাঁড়িয়ে মোকাবেলার চেষ্টা করছি।'
পুলক আরও বলেন, 'কাজ শুরু করতেই হবে, সেটা সব সেক্টরেই। কিন্তু তাতে জীবনের নিরাপত্তা থাকতে হবে। এজন্যই নতুন করে আবার আয়োজন করতে হবে।'
ক্লোজআপ প্রেজেন্টস 'দূরে তবু কাছাকাছি' নাটকটি অন্তত ১২টি চ্যানেলে দেখানোর সম্ভাবনা রয়েছে।