প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে এমি অ্যাওয়ার্ডে ‘সেরা অভিনেত্রী’র নমিনেশন পেলেন এমজে রদ্রিগেজ
আমেরিকান টেলিভিশন ইতিহাসের মর্যাদাপূর্ণ এমি অ্যাওয়ার্ডের ৭৩তম আসরে প্রথম কোনো ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত অভিনেত্রী হিসেবে 'সেরা অভিনেত্রী' ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন এমজে রদ্রিগেজ।
এফএক্স টিভি চ্যানেলের ড্রামা সিরিজ 'পোজ'-এ ব্ল্যাঙ্কা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এ নমিনেশন পেলেন ৩০ বছর বয়সী অভিনেত্রী।
১৯৮০-এর দশকজুড়ে এবং ১৯৯০-এর দশকের প্রথম ভাগে এইডস ঘিরে চলা সংকটময় বাস্তবতায় নিউইয়র্কের একটি বলরুম ঘিরে এগিয়েছে 'পজ'-এর আবেগাত্মক কাহিনি।
'সেরা অভিনেত্রী' ক্যাটাগরিতে এবারের এমি অ্যাওয়ার্ডের জন্য রদ্রিগেজের পাশাপাশি আরও নমিনেশন পেয়েছেন 'ইন ট্রিটমেন্টে' অভিনয়ের জন্য উজো আদুবা, 'দ্য ক্রাউনে'র অলিভিয়া কোলম্যান ও এমা করিন, "দ্য হ্যান্ডমেইড'স টেলে"র এলিজাবেথ মস এবং 'লাভক্র্যাফট কান্ট্রি'র জন্য জার্নি স্মোলেট।
আগামী ২০ সেপ্টেম্বর জানা যাবে, কে বিজয়ী।
-
সূত্র: দ্য র্যাপ