ফেরারি আজিজ নির্মাণ করছেন নতুন তিনটি চলচ্চিত্র!
ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে গেলেও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ (এমএ আজিজ) আবারও চলচ্চিত্র নির্মাণে সরব হয়েছেন। গত শুক্রবার তার প্রতিষ্ঠান (জাজ) নতুন তিনটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে।
আজিজদের পারিবারিক মালিকানাধীন ক্রিসেন্ট গ্রুপের পাঁচ কোম্পানির কাছে রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকের পাওনা তিন হাজার পাঁচ শত তিয়াত্তর কোটি আটানব্বই লাখ টাকা। ভুয়া রপ্তানিরসহ নানা প্রতারণার মাধ্যমে এ অর্থ লুণ্ঠনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুল্ক গোয়েন্দা মামলা করার পরপরই গ্রেপ্তার করেছিলেন আজিজের বড় ভাই এম এ কাদেরকে।
মামলার পরপরই আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। তবে তিনি কানাডা থেকে ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছেন। ব্যাংক বলছে, তারা আজিজের হদিস পাচ্ছে না।
গত ১ মার্চ বিকেলে জনতা ব্যাংকের উর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু তার কোনো ধরনের হদিস আমরা পাচ্ছি না। তিনি ঋণের টাকা পরিশোধ করছেন না। এই হলো তার বিষয়ে সর্বশেষ অবস্থা।'
এদিকে গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ টিবিএসের কাছে দাবি করেন, তিনি এখন কানাডায় রয়েছেন। মাস দেড়েক পর দেশে ফিরবেন।
২০১৯ সালের ৩০ জানুয়ারি আবদুল আজিজসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৯১৯ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ৪টি মামলাটি করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আর ১ হাজার ৭৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫টি মামলা করেছে দুদক।
আজিজের কাছে প্রশ্ন ছিল, খেলাপি ঋণের কত টাকা পরিশোধ করেছেন? তিনি টিবিএসকে বলেন, 'গত কয়েক মাসে ২ শতাংশ হারে খেলাপি ঋণের কিছু টাকা পরিশোধ করেছি।' কত টাকা পরিশোধ করেছেন? এই প্রশ্নের জবাবে তিনি টাকার অংক এই প্রতিবেদককে জানাতে পারেননি। সেইসঙ্গে এই বিষয়ে প্রতিবেদন না করার অনুরোধ করেন তিনি।
চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে আজিজ বলেন, 'সিনেমাগুলোতে জাজ তার নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করবে। এর সঙ্গে অন্য কোনো প্রতিষ্ঠানের যোগাযোগ নেই। জাজ একটা কোম্পানি, তারা তাদের মতো চলছে। যে তিনটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছি, তার একটির বাজেট ৩ কোটি ৫০ লাখ টাকা। বাকি দুটোর বাজেট এখনো নির্ধারণ হয়নি।'
নতুন তিনটি চলচ্চিত্র নির্মাণের বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, তিনটি চলচ্চিত্রের কথা মাথায় রেখে তারা একজন 'নতুন মুখ'-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চলচ্চিত্রের নাম, নায়ক ও পরিচালক ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং যথাসময়ে প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতি শিথিল হলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই 'নতুন মুখ' সবার সাথে পরিচয় করিয়ে দেবেন।
এদিকে জাজ 'মাসুদ রানা' নামে যে দুটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিল, সেগুলোরও কাজ শুরু হয়ে গেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্প্রতি দাবি করা হয়েছে।
২০১৯ সালের জুলাইয়ে ৮৩ কোটি টাকা ব্যয়ে 'মাসুদ রানা' চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন আবদুল আজিজ। সে সময় তিনি হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় তিনটি সিনেমা নির্মাণের দাবি করেন।
এ ঘোষণায় তখন তোলপাড় শুরু হয় দেশের সিনেমা পাড়ায়। জাজের পক্ষ থেকে জানানো হয়, 'মাসুদ রানা' সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করছেন এবিএম সুমনসহ আরও অনেকে।
সিনেমাটির শুটিং ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশে বিশাল পরিসরে হবে। সিনেমার টাইটেল গান ইংরেজিতেই হয়েছে। একজন বাংলাদেশি মিউজিক কম্পোজারের মাধ্যমেই টাইটেল গান সম্পন্ন হয়েছে।
এবিএম সুমন টিবিএসকে ২৮ ফেব্রুয়ারি বিকেলে বলেন, 'আমি অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি। মে মাসে শুটিং শুরু হবে। আমি যতটা জানি, সব ঠিকঠাক আছে। আমাদের দেশের বাইরে বড় একটা অংশ যে শুটিং করার কথা ছিল, সেটা হবে না। ওই অংশ দেশেই শুটিং হবে। কোভিডের কারণে এই অবস্থার সম্মুখীন হতে হলো।'
এদিকে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন টিবিএসকে ২৮ ফেব্রুয়ারি দুপুরে বলেন, "হলিউডের সঙ্গে যে 'মাসুদ রানা' সিনেমাটা করার কথা, সেটার শুটিং এপ্রিলের ১ তারিখের মধ্যেই শুরু হবে। এ নিয়ে এখন আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।'
জাজ মাল্টিমিডিয়ার জানায়, হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার লাইন, জাজ মাল্টিমিডিয়াসহ তিনটি প্রতিষ্ঠানের যৌথ অর্থায়নে 'মাসুদ রানা' নির্মিত হবে। এ চলচ্চিত্রের বাংলাদেশ ও ভারত অংশের দায়িত্ব জাজ মাল্টিমিডিয়া পালন করবে। এতে জাজের বিনিয়োগের অংশ সামান্যই।
এ ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা থ্রিলার ধারাবাহিক 'মাসুদ রানা'কে নিয়ে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আরেকটি সিনেমা নির্মিত হচ্ছে। মাসুদ রানা সিরিজের 'ধ্বংস পাহাড়' অবলম্বনে নির্মিত হবে সেটি।
আলিমুল্লাহ খোকন টিবিএসকে আরও বলেন, এই প্রজেক্টের বাজেট সাড়ে তিন কোটি টাকা। ২৮ ফেব্রুয়ারি থেকে বন্দর নগরী চট্টগ্রামে এর কাজ শুরু হয়ে গেছে।
আবদুল আজিজের ঘোষণা অনুযায়ী, 'এমআর-৯' বা 'মাসুদ রানা' পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের পরিচালক আসিফ আকবর। এ ছবিতে থাকবেন হলিউডের অভিনেতা মিকি রুর্কি, গ্যাব্রিয়েলা রাইট, ড্যানিয়েল বেনহার্ট, মাইকেল পেরে এবং রেসলিং তারকা দ্য গ্রেট খালি।
'মাসুদ রানা' সিরিজের ছবির ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে থাকবেন 'জেমস বন্ড' সিরিজসহ হলিউডের আরও অনেক জনপ্রিয় ছবির ডিওপি পিটার ফিল্ড।
২০১১ সালে হঠাৎ করেই গজিয়ে ওঠা প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হতে থাকে একের পর এক বড় বাজেটের সিনেমা। রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংক থেকে অবাধে অর্থ বের করার সময়েই জমজমাট ছিল জাজ মাল্টিমিডিয়া। ২০১৮ সালে ক্রিসেন্ট কেলেঙ্কারির ঘটনা ধরা পড়লে থমকে যায় প্রতিষ্ঠানটির চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম।
- আরও পড়ুন: হলিউড থেকে হবে জাজের 'মাসুদ রানা'!