বাফটা ২০২১: সেরা ছবি ‘নোম্যাডল্যান্ড’, অভিনেতা অ্যান্থনি হপকিন্স
এ বছরের ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের [বাফটা] সেরা অভিনেতার পুরস্কার জয় করলেন বর্ষিয়ান অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স। অন্যদিকে, চারটি বাফটা পুরস্কার জিতে আবারও আলোচনায় 'নোম্যাডল্যান্ড'।
'দ্য ফাদার' ছবিতে হপকিন্স একজন অ্যালজেইমার রোগি হিসেবে নজরকাড়া অভিনয় করে অন্যান্য প্রতিযোগীর পারফরমেন্সকে ছাপিয়ে গেছেন। এই নিয়ে চারবার 'বাফটা'র মঞ্চ থেকে পুরস্কার ঘরে তুললেন অস্কারবিজয়ী এই হলিউড তারকা।
একই ছবির জন্য চিত্রনাট্য বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছেন ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলার।
অন্যদিকে, চীনা পরিচালক ক্লোয়ে ঝাওর বহুল আলোচিত ছবি 'নোমাডল্যান্ড' গত বেশ কয়েক মাস ধরেই রয়েছে খবরের শিরোনামে। চলতি বছরের অস্কারের দৌড়ে মনোনয়ন পাওয়া অগ্রগণ্য ছবিগুলোর মধ্যে অন্যতম এটি। সম্প্রতি, 'গোল্ডেন গ্লোব' পুরস্কার জেতার পর 'বাফটা'র মঞ্চ থেকে চারটি বিভাগে সেরা হল এই ছবি!
এক নজরে ২০২১-এর 'বাফটা'র মূল বিভাগের বিজয়ীরা:
- সেরা ছবি: নোম্যাডল্যান্ড।
- সেরা অভিনেতা: স্যার অ্যান্থনি হপকিন্স [দ্য ফাদার]।
- সেরা পরিচালক: ক্লোয়ে ঝাও [নোম্যাডল্যান্ড]।
- সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড [নোম্যাডল্যান্ড]।
- সেরা সহ-অভিনেত্রী: ইয়াহ জুন ইউং [মিনারি]।
- সেরা সহ-অভিনেতা: ড্যানিয়াল কালোয়া [জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ]।
- সেরা সিনেমাটোগ্রাফি: নোম্যাডল্যান্ড।
-
সূত্র: হিন্দুস্তান টাইমস